শীতের তীব্রতা বাড়ছে কুড়িগ্রামে

সারাদেশেই গত কয়েকদিনে হঠাৎ করে কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে চার দিন বিরতির পর কুড়িগ্রামে আবারো বাড়তে শুরু হয়েছে শীতের তীব্রতা। এতে স্বাভাবিক কাজকর্মে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। ভোরে কাজে বের হতে গিয়ে সবচেয়ে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। গেল চার দিন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও আজ রবিবার তা নেমে এসেছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে এ জেলায়।

শীতের কারণে দুর্ভোগ পোহাচ্ছে বয়স্ক এবং শিশুরা, শীতজনিত নানা রোগে আক্রন্ত হচ্ছেন তারা। এছাড়া দুর্ভোগে রয়েছে গবাদি পশু।

শীত বেড়ে যাওয়ায় নিম্নআয়ের দরিদ্র মানুষরা পড়েছে সবচেয়ে বিপাকে। গরম কাপড় না থাকায় শিশু ও বৃদ্ধদের দুর্ভোগের অন্ত নেই। একইসঙ্গে শীত বাড়ার সাথে ঠান্ডাজনিত রোগও বাড়ছে।

কুড়িগ্রাম সদর উপজেলা ফুলবাড়ী এলাকার কৃষক রাজু বলেন, ‘সকালে মাঠে কাজ করতে যেতে পারছি না। শীতের সাথে সাথে হালকা বাতাসে শরীরে কাঁপুনি উঠে যাচ্ছে। এজন্য অনেক বেলা পর্যন্ত বাড়িতেই বসে থাকতে হচ্ছে।’

অন্যদিকে শীতকে কেন্দ্র করে স্থানীয় বাজারে বিক্রি বেড়েছে গরম কাপড়ের। এরমধ্যে চাঁদর, সোয়েটার, জ্যাকেটসহ নানা ধরনের শীতপোশাকে পসরা সাজিয়েছেন বিক্রেতারা। বেচাকেনাও আগের চেয়ে বেড়েছে বলে জানালেন ব্যবসায়ীরা

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর