সিরাজদিখানে যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন

মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইমামগঞ্জ শিংগারটেক এলাকায় উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন আহ্মেদর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকাল ৩টায় মানববন্ধন করেছে বাসাইল ও গুয়াখোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এইচ এম নজরুল ইসলাম টিটু, হাজী আব্দুল সোবাহান, বাসাইল ৩ নং ওয়ার্ড সদস্য হাজী আইয়ুব খান, বাসাইল ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ মুরাদ হোসেন, বাসাইল ৫ নং ওয়ার্ড সদস্য তফসির আল বাহার, বাসাইল ৪ নং ওয়ার্ড সদস্য আব্দুস সালাম মনু, বাসাইল ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ আইয়ুব খান, মানবাধীকার কর্মী সামসুল হক বেপারীসহ এলাকার তিনশতাধীক নারী পুরুষ।

জানা যায়, যুবলীগ নেতা সালাউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জের ধরে গত ২২ মে মুন্সীগঞ্জ আদালতে একই এলাকার নার্গীস আক্তার মিতু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালে মামলা দায়ের করেন। যার নং-১২০/১৯ । কিন্তু যুবলীগ নেতা সালাউদ্দিন আহ্মেদ ও তার পরিবারের দ্বাবী ওই মামলাটির কোন সত্যতা নেই। মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবীতে এলকার জনগণ এ মানববন্ধন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর