বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজের উদ্ভোধন আজ

উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচলকে আরো সহজতর করতে যমুনা নদীর উপর সবচেয়ে বড় রেল সেতুর নির্মাণ কাজ শুরু হচ্ছে। আজ ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে যাত্রী ভোগান্তি কমার পাশাপাশি প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যেরও।

যোগাযোগ সহজ করতে যমুনার নদীর উপর এই সেতু চালু হয় ২২ বছর আগে। যাতে সড়কের পাশাপাশি দেয়া হয় রেল লাইনও।

তবে ট্রেনের কচ্ছপ গতি নিয়ে অভিযোগ বহু পুরনো। দেরিতে হলেও অবসান হচ্ছে সেই ভোগান্তির। বঙ্গবন্ধু সেতুর কয়েকশো গজ উত্তরে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় রেল সেতু।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর দৈর্ঘ্য হবে ৪ দশমিক ৮ কিলোমিটার। ডাবল লাইন হওয়ায়, কোনো ধরনের অপেক্ষা ছাড়াই সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে চলতে পারবে, ট্রেন।

২৯ নভেম্বর এই রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী বলেন, সেতুটি চালু হলে রেল যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।

জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে হবে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ। এতে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। ২০২৫ সাল নাগাদ সেতুটি চালুর হওয়ার আশা করা হচ্ছে।

 

বার্তাবাজার/এএস

 

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর