সলঙ্গায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নে সাবিয়া আফরোজ আশা (২১) নামের এক স্ত্রীকে হত্যার অভিযোগে সেনা সদস্য স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) চর-ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায় এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামি ধরতে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চর-ফরিদপুর গ্রামের আল মাহমুদের ছেলে সেনা সদস্য আব্দুল বারী (২৩) এর সাথে পাশ্ববর্তী শেনগাতী গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে সাবিয়া আফরোজ আশা (২১) এর সাথে বিয়ে হওয়ার পর থেকেই যৌতুকের দাবি করে আসছিলো। এবং মাঝে মধ্যেই এ দাবি আদায়ে নির্যাতন করতো স্বামী বারী।

এরই এক পর্যায়ে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উভয়ের মধ্যে ঝগড়া হয়। পরে গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়া এগিয়ে এসে আফরোজ আশার অবস্থা বেগতি দেখে সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

সলঙ্গা থানার এস আই জাহাঙ্গীর আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর