ফেনীতে এতিম, অন্ধ ও দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

কাজী নজরুল ইসলাম, ফেনী প্রতিনিধি: ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে শহরের জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে বিভিন্ন মাদ্রাসার এতিম, দরিদ্র শিশু শিক্ষার্থী, অন্ধ অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে।

শহরের জেলা পরিষদের ড.সেলিম আল দীন মিলনায়তনে সংগঠনের সভাপতি মোহাম্মদ খুরশিদ রহমান সূর্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।ইউনিটি ব্লাড সেন্টারের সদস্য সচিব মোঃ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া,দৈনিক মানব জমিনের ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম,দৈনিক অজেয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া,গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক ইমন উল হক,কারেন্ট নিউজ ডটকম ডটবিডির ফেনী জেলা প্রতিনিধি শেখ আশিকুন্নবী সজীব।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিটি ব্লাড সেন্টারের আহবায়ক মোশারফ হোসেন।অনুষ্ঠানে ২০০ জন এতিম, দরিদ্র শিশু ও অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও ইফতারের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ খুরশিদ রহমান সূর্য জানায়, তাঁদের সংগঠনের পক্ষ থেকে অসহায় রোগীদের বিনামূল্যে রক্তদান, অসহায় ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর