পঞ্চগড় চিনিকল চালু রাখার দাবিতে মানববন্ধন

পঞ্চগড় চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল,আখ চাষের প্রয়োজনীয় উপকরণ সরবারহসহ আখের মুল্য পরিশোধ ও আসন্ন মাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকলসহ ১৫টি চিনিকল চালু রাখার ঘোষণা সহ তারিখ নির্ধারন এবং শ্রমিক কর্মচারীদের বেতন ও আখচাষীদের বকেয়া পাওনাদি পরিশোধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ পঞ্চগড় চিনিকল সংলগ্ন মিলগেট বাজার পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের সামনে পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়ন ও পঞ্চগড় চিনিকল কেন্দ্রীয় আখচাষী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পঞ্চগড় চিনিকলে কেন্দ্রীয় আখচাষী সমিতির সভাপতি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক ফজলে আলম, পঞ্চগড় পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক রাজিউর রাজু, আখ চাষী কাজী মিজানুর রহমানসহ জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকার আখ চাষীরা।

এসময় বক্তারা তাদেরে বক্তব্যে পঞ্চগড়ের একমাত্র ভাড়ি শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল করে চাষীদের আখের বকেয়া পাওনা ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে আসন্ন আখ মাড়াই মাড়াই মৌসুম চিনিকল চালু রাখার সরকারের কাছে দাবী জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর