দশমিনায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা

নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, উপজেলা দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. জাকির হোসেন,যুগ্ন-আহবায়ক মো. সিদ্দিকুর রহমান, মোসা. শাহনেওয়াজ বেগম, সদস্য সচিব মো. ইমাম হোসেন ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা দাবি করেন, তারা টেকনিক্যাল কাজ করেন তাই তাদের টেকনিক্যাল বেতন স্কেল দিতে হবে। নিয়োগ বিধি সংশোধন করে ১১,১২ ও ১৩ তম গ্রেডে এবং ২৬ নভেম্বর থেকে এ গ্রেড বাস্তবায়নের দাবি তোলেন তারা। দাবি না মানা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে বলে জানান পালনকারীরা।

বার্তাবাজার/কাফিল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর