বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহী প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। প্রথম ম্যাচে ২ রানে বেক্সিমকো ঢাকাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারায় জেমকন খুলনাকে। এবার নাজমুল হোসেন শান্তর দল রাজশাহীর সামনে হ্যাটট্রিক জয়ের সুযোগ।
অন্যদিকে, এখন পর্যন্ত ১টি ম্যাচ খেলেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। খুলনার বিপক্ষে ওই ম্যাচে বরিশাল হেরেছিল ৪ উইকেটে। তাই তামিমদের চোখ এখন বরিশালকে হাড়িয়ে প্রথম জয় তুলে নেয়ার।
আগামীকাল (শনিবার) মুখোমুখি হবে রাজশাহী ও বরিশাল। সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
বার্তা বাজার/কে.কে