আগুনে ১৭ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে পুড়ে ১৭ দোকান ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে উপজেলার পুটিবিলা এম. চর হাট বাজারে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে কামারের দোকানের চুল্লি থেকে আগুনের সূত্রপাত।

ভোর ৪ টায় লাগা আগুন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, মুদি, কসমেটিকস, কাপড়, সেলুন,টেইলার্স,কুলিং কর্ণার এবং মোবাইলের দোকান।

স্থানীয়রা জানান, কামারের দোকানের চুল্লি থেকে আগুনের সূত্রপাত। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে আগুন কিভাবে লাগলো।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মাহবুবে আলম বলেন, আগুন লাগার খবরটি আমরা ভোর ৫ টার দিকে পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।স্থানীয়দের ভাষ্যমতে ধারণা করা হচ্ছে কামারের দোকানের চুল্লি থেকে আগুনের সূত্রপাত।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর