বস্তিতে আসলেই বোঝা যায় সরকারের উন্নয়নের চিত্র: ইশরাক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, জনগণের সরকার যত দিন না হবে, তত দিন বাংলাদেশের কোনো সমস্যারই সমাধান হবে না।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর পল্লবীর কালশী এলাকার বাউনিয়াবাদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি দেশের উন্নয়ন নিয়ে সরকারের কঠোর সমালোচনা করে বলেন, উন্নয়নের দিক থেকে সরকার কীভাবে বাংলাদেশকে সিঙ্গাপুর-সুইজারল্যান্ডের সাথে তুলনা করে, বস্তিতে আসলেই বোঝা যায় তাদের উন্নয়নের চিত্র। একদিকে তারা উন্নয়নের কথা বলছে আরেকদিকে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আরেকবার দেশকে সত্যিকার স্বাধীনতার আহ্বান জানান তিনি।

এ সময়, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হাসান উপস্থিত ছিলেন। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোকে বিএনপির পক্ষ থেকে সহায়তা সামগ্রী প্রদান করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর