ফোবানার সহযোগিতায় লালমনিরহাটে ত্রাণ সামগ্রী বিতরণ

লালমনিরহাট জেলার সদর উপজেলার স্কাউটের চরে (চর ফলিমারীতে) Federation of Bangladesh Association in North America (FOBANA) এর সহযোগিতায় কোভিড-১৯ ও বন্যায় ক্ষতিগ্রস্ত চরবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মাস্ক ও নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রান-সাহায্য বিতরণ কর্মসূচিতে উপস্থিতির ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো: আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো: রফিকুল ইসলাম, জেলা রোভার সম্পাদক মো: আরমান রহমান, স্কাউট সম্পাদক মো: মোজাম্মেল হক, জেলা রোভার কোষাধ্যক্ষ অধ্যক্ষ সুদান চন্দ্র, উপজেলা স্কাউট সম্পাদক মো: রশিদুল আলম প্রামাণিক ও জেলা রোভার সদস্যবৃন্দ।

ক্রিস্টাল ওপেন স্কাউটস মতিঝিল দীর্ঘ ১০ বছর ধরে এই চরে মানবিক সহায়তা প্রদান করে আসছে। বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) সারওয়ার মোহাম্মদ শাহরিয়ার এর দিকনির্দেশনায় ১৪০ জন চরবাসীর মধ্যে চাল, ডাল, তেল, লবণ, মরিচ, পেয়াজ, হলুদ, মাস্ক, সাবান, ঔষধ, স্যালাইন প্রভৃতি বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক মো: আবু জাফর উপস্থিত উপকারভোগীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার উপর গুরুত্ব দিতে আহবান জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর