নিবন্ধনের অনুমতি পাচ্ছে আরও কিছু অনলাইন নিউজ পোর্টাল

দেশের আরও কিছু অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচন করা হয়েছে। এসব পোর্টালের তালিকা আগামী দু-একদিনের মধ্যে প্রকাশ করবে তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এ পোর্টালগুলোকে নির্বাচন করা হয়েছে। এছাড়া শিগগিরই ধারাবাহিকভাবে আরও কিছু অনলাইন নিউজ পোর্টালের তালিকাও প্রকাশ করা হবে। ধাপে ধাপে নিবন্ধনযোগ্য পোর্টালগুলো নিবন্ধন পাবে। নির্বাচিত এই পোর্টালগুলোর তালিকা আগামী রবি অথবা সোমবার প্রকাশ করা হতে পারে।

এর আগে, গত ৩০ জুলাই ৩৪টি অনলাইন পোর্টাল এবং ৯২টি দৈনিক পত্রিকাকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেয়া হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর