জম্মু-কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, ভারতীয় ২ সেনা নিহত

আবারো উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শুক্রবার (২৭ নভেম্বর) একদিনের ব্যবধানেই নিয়ন্ত্রণ রেখায় পুনরায় গুলি ছুড়েছে পাকিস্তানের সেনারা। হামলায় ভারতীয় ২ সেনা নিহত হওয়ার দাবি করেছে দেশটি।

পাক সেনারা জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোলের সুন্দরবানি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গুলি চালায় । ভারতের দাবি, বিনা উস্কানিতে কয়েক দফা গুলি ছোড়ে। এতে পাল্টা জবাব দেয় ভারতীয় সীমান্তরক্ষীরাও। দুই পক্ষের কয়েক দফা গোলাগুলির এক পর্যায়ে ভারতীয় ২ সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারান।

দায়িত্ব থাকা ওই সেক্টরে ভারতীয় বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পাক সেনারা সীমা লঙ্ঘন করে ভারতীয় বাহিনীর দিকে গুলি চালায়। তবে এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুঞ্চ জেলার লাইন অব কন্ট্রোলে পাক হামলায় ১ জুনিয়র কমিশন্ড অফিসার নিহত হন। গুলিবিদ্ধ হন আরও ১জন বেসামরিক নাগরিক।

বার্তাবাজার/এম.এ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর