চট্টগ্রামে ছয় ভবন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম: ইমারত নির্মাণ আইনের মামলায় নগরের ছয়টি ভবনের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত।

সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে বৃহস্পতিবার (৩০ মে) ওই ছয় ভবন মালিকের হাজিরার তারিখ ছিল। কিন্তু তারা হাজির না হওয়ায় আদালত এসব ভবন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী বলেন, কোড না মেনে ভবন তৈরির অপরাধে নয়জন মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে সিডিএর অথরাইজড বিভাগ। বৃহস্পতিবার আদালতে এসব ভবন মালিকের হাজিরার দিন ধার্য ছিল। এর মধ্যে তিনটি ভবনের মালিক আদালতে হাজির হন। বাকি ছয় ভবনের মালিক হাজিরা না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে ২৬ মে প্রথমবারের মতো আবছার উদ্দিন নামে এক ভবন মালিককে কারাগারে পাঠান সিডিএ’র বিশেষ আদালত। কল্পলোক আবাসিক এলাকায় ইমারত আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের দায়ে ওই মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে অথরাইজড বিভাগ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর