বৃহস্পতিবার রাতে এলপিএলের উদ্বোধনী ম্যাচে কলম্বো কিংস ও ক্যান্ডি তাস্কার্স মুখোমুখি হয়। ক্যান্ডি তাস্কার্স আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে রান করেছিল ২১৯। জবাবে কলম্বো নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান করে। তাই খেলা গড়াল সুপার ওভারে। আগে কলম্বো ব্যাট করে ১৬ রান করে, ক্যান্ডি তাস্কার্স শেষ বলে জয়ের জন্য রানের প্রয়োজন।
এরপর মূল ম্যাচে ৮৭ রানের ঝড় তোলা কুশল পেরেরা শেষ বলে ছক্কা হাঁকাতে ব্যর্থ হন। প্রতিপক্ষ সুপার ওভারে পায় জয়ের স্বাদ। লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচ এটুকুতেই পরিষ্কার ঠিক কতটা উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর ছিল।
যেখানে মূল ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে চার রানের ব্যবধানে জয় পেয়েছে কলম্বো। সুপার ওভারে ১৬ রান করে কলম্বো। যা তাড়া করতে নেমে দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ১২ রানের বেশি করতে পারেনি ক্যান্ডি। ফলে দুর্দান্ত এক জয় পায় কলম্বো।
বার্তা বাজার/কে.কে