‘মশার তেল’ চুরি: বরখাস্ত দক্ষিণ সিটির ‘মশা মারা সুপারভাইজার’

মশক নিধন কাজে ব্যবহৃত ফগার মেশিনের জ্বালানি চুরি করে বিক্রির দায়ে চাকরিচ্যুত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক মশক সুপারভাইজার। রফিকুল ইসলাম নামের এই কর্মকর্তা ডিএসসিসির অঞ্চল-২ এর ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার চাকরিচ্যুতির কথা জানানো হয়েছে। ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়েছে, ‌‘কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই চাকরিচ্যুতির আদেশ জারি করা হলো’।

গত ১৩ এপ্রিল ডিএসসিসির আওতাধীন ওই এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে এই পদে দৈনিক মজুরিভিত্তিতে ‌‘দক্ষ শ্রমিক’ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর