প্রতি উপজেলা থেকে বছরে ১ হাজার কর্মী বিদেশ যাবে

দেশের প্রত্যেক উপজেলা থেকে প্রতি বছর ১ হাজার করে কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। বৃহস্পতিবার বিকালে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রবাসীদের সকল ধরণের তথ্যসেবা দিতে যাত্রা শুরু করা ‘বিদেশযাত্রা’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের আওতায় এই প্ল্যাটফর্ম তৈরি করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।

অভিবাসন খাতে তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে অভিবাসীদের সহায়তা করতে ‘বিদেশযাত্রা’ প্ল্যাটফর্ম একটি সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেন সচিব।

উদ্বোধনী অনুষ্ঠানে আইওএম বাংলাদেশের মিশন প্রধান গিওরগি গিগাওরিসহ অভিবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর