কর্ণফুলীতে জাটকা ধরার অপরাধে দুইজনকে জরিমানা

কর্ণফুলী নদীতে ইলিশ ধরার দায়ে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘ডিজনি’ নামের ফিশিং ট্রলার থেকে ২ টন জাটকা জব্দসহ মেহেদী হাসান সবুজ (২৫) ও কামাল হোসেন (৪২) নামে দুইজনকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাটার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কিছু অসাধু মাছ কারবারিরা ইলিশ মাছ ধরার সুযোগ থাকা স্বত্বেও জাটকা নিধন করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী যেখানে নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা ও বেচাকেনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেখানে একটি সংঘবদ্ধ চক্র জাটকা আহরণ করে ইলিশের স্বাভাবিক গঠনে বাধা সৃষ্টি করছে।

এজন্য বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অভিযান পরিচালনা করে ডিজনি ফিশিং ট্রলার হতে ২টন জাটকা জব্দ সহ দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা এমন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যান্যদের মধ্যে সার্বিক সহায়তা করেছেন জেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও এনএসআই বন্দর টিমের কর্মকর্তাবৃন্দ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর