চাকরি হারালেন মাদকসেবী পুলিশ সদস্য

ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় সিরাজগঞ্জে এক পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও এক পুলিশ সদস্যের ডোপ টেস্ট করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে জেলা পুলিশ। চাকরিচ্যুত ওই পুলিশ সদস্যের পরিচয় জানানো হয়নি।

সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলায় ১ হাজার ৬শ’ জন পুলিশ সদস্য রয়েছে। তাদের মাঝে অনেকেই আছেন মাদকাসক্ত। কারও আচরণে একটু সন্দেহ হলেই এখন ডোপ টেস্ট করা হচ্ছে।

এ বিষয়ে পুলিশ সুপার হাসিবুল আওলম জানান, মাদকমুক্ত পুলিশ বাহিনী গড়ার অংশ হিসেবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় জেলা পুলিশের এক সদস্যকে জুন মাসে চাকরিচ্যুত করা হয় এবং সম্প্রতি সন্দেহভাজন আরেক পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হচ্ছে।

তিনি আরো বলেন, পুলিশ সদস্যের আচরণ-চলাফেরা সন্দেহজনক হলেই তার ডোপ টেস্ট করা হবে। টেস্ট পজিটিভ হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করাসহ চাকরিচ্যুত করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর