দিয়েগো চিরঞ্জীব: মেসি

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ২ প্রজন্মের ২ তারকা নিজ নিজ সময়ে বিশ্ব ফুটবলের শাসন কর্তা হিসেবে পরিচিত।

কয়েকদিন আগে ম্যারাডোনা যখন হাসপাতালে ছিলেন তখন তার আরোগ্য কামনা করে ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন মেসি।

বুধবার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মৃত্যুর পর ইন্সটায় শোক জানিয়েছে বর্তমান অধিনায়ক।

লিও মেসি লিখেন, ‘আর্জেন্টিনার জনগন ও ফুটবল বিশ্বের জন্য দুঃসংবাদ। চলে গেলেও আমাদের সঙ্গেই আছেন। কারণ দিয়েগো চিরঞ্জীব। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার মনে থাকবে। শোক সন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

২০১০ সালে ম্যারাডোনার সান্নিধ্য পেয়েছিলেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ম্যারাডোনা। সেইবার তার অধীনেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অংশ নিয়েছিল মেসিরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর