অবশেষে বাইডেনের সাথে জিনপিংয়ের শুভেচ্ছা বিনিময়

৩ সপ্তাহ পার হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তিনি জয়ের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে অভিনন্দন জানান। কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবার তিনিও নীরবতা ভেঙে অভিনন্দন জানান বাইডেনকে।

বুধবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা শিনহুয়ার খবরে এই অভিন্দনের কথা জানানো হয়।

অভিনন্দন জানিয়ে চীনের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে বলেন, শুধু দুই দেশের মানুষই আমাদের মধ্যকার স্থিতিশীল সম্পর্কের ব্যাপারে আগ্রহী নয়; আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের এমন সম্পর্ক প্রত্যাশা করে।

তিনি দুই দেশের মধ্যে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে গত ১৩ নভেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হলেও প্রেসিডেন্ট ছিলেন নীরব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর