ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক নেহাল

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধায়পক নেহাল আহমেদ। গত সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত চন্দ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগের এই আদেস দেয়া হয়।

তিনি বর্তমান চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকের স্থলে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে অধায়পক নেহাল আহমেদ জানান, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া ও দ্রুততম সময়ে এইচএসসির ফলাফল প্রকাশ একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করেই দায়িত্ব নেব যাতে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক নেহাল আহমেদ ২০১৯ সালের ৫ মে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর