গাংনীর সীমান্ত থেকে ফেনসিডিল ও মদ উদ্ধার

মেহেরপুরের গাংনীর সীমান্ত থেকে ভারতীয় ২৫ বোতল মদ ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পরিত্যক্ত অবস্থায় কাজিপুর মন্ডলপাড়া মাঠ নামক স্থান থেকে ফেনসিডিল ও মদ গুলো উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বুধবার ২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজিপুর বিওপি টহল কমান্ডার হাবিলদার মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর মন্ডল পাড়া মাঠ নামক স্থান থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ফেনসিডিল ৩৫ বোতল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ ও ফেনসিডিল গুলোর মূল্য আনুমানিক প্রায় ৫৩ হাজার টাকা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর