আবারও পাগলামি শুরু করেছে ট্রাম্প

নির্বাচনে হেরে অনেকটাই টালমাটাল হয়ে পড়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একেক সময় একেক কথা বলছেন তিনি এই পরাজয় মেনে নিচ্ছেন তো আবার পরক্ষণেই পরাজয় মেনে নেবেন না বলে টুইট করছেন ট্রাম্প।

সর্বশেষ টুইটে আবারও পরাজয় মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। যদিও এর কয়েক ঘণ্টা আগে নিজেই টুইট করে হার মেনে নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে প্রস্তুতি শুরু করার চিঠি দিয়েছে। এ চিঠি দেয়ার কিছুক্ষণ পরই ডোনাল্ড ট্রাম্প জিএসএপ্রধান এমিলি মারফিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন। এতে বিষয়টি পরিষ্কার হয় যে, ট্রাম্প ক্ষমতা হস্তান্তরের পথে হাঁটছেন।

কিন্তু মাত্র ৫ ঘণ্টার ব্যবধানেই সোমবার আরেক টুইটবার্তায় ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির নির্বাচনে তিনি কখনও পরাজয় মেনে নেবেন না। ভুয়া ব্যালটের কাছে তিনি কখনও পরাজয় মেনে নেবেন না।

এর আগেও ডোনাল্ড ট্রাম্প একাধিক টুইটে একবার নির্বাচনে ভরাডুবি মেনে নেয়ার ইঙ্গিত দেন। পরক্ষণেই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর