মৃত বীর মুক্তিযোদ্ধার প্লটও দখল নেয় গোল্ডেন মনির

রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টে এক মৃত বীর মুক্তিযোদ্ধার প্লট দখল করেছে মনির। রাজউকের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীকে হাত করে নথি গায়েব করে নতুন জাল ফাইলের মাধ্যমে এভাবে মানুষের অল্ট দখল করে বেড়ানোই ছিল তার নেশা।

প্রায় দি শতাধিক প্লট সে এভাবে নিজের হাতে নিয়ে এসেছে। শুধু মেরুলের ডিআইটি প্রজেক্টেই এমন ৭০টি প্লট নামে বেনামে তার অধীনে আছে।

শনিবার র‌্যাবের হাতে গ্রেফতারের পর তার এ ধরনের অনেক অপকর্মের কাহিনী একে একে বেরিয়ে আসছে। এরই মধ্যে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগও শুরু করেছেন।

এদিকে মনিরের বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের তিন মামলার তদন্তভার মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর