ফ্রান্সবিরোধী পোস্ট করে সিঙ্গাপুর থেকে ফেরত আসছে ১৫ প্রবাসী

ফ্রান্সবিরোধী মনোভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় ১৬ অভিবাসীকে নিজদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর সরকার। ১৬ জনের মাঝে ১৫ জনই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।

তাদের খবরে বলা হয়, গত সেপ্টেম্বর থেকেই দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে নজর রাখছিল। তাদের তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিতাড়িত করা হবে।

এ বিষয়ে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যাদেরকে ফেরত পাঠানো হবে তাদের বেশিরভাগই ছিলেন নির্মাণ শ্রমিক। তারা ফ্রান্সে হামলার পর সেই ঘত্নায় সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। তাদের পোস্টগুলো বেশ অসঙ্গতির সৃষ্টি করেছে।

সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইট টাইমস তাদেরন খবরে বলে, সন্ত্রাসবাদে জড়িত থাকার কারণে আহমেদ ফয়সাল নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তিনি ইসলাম নিয়ে বিভিন্ন ভিডিও অনলাইনে প্রকাশ করেছিলেন বলে অভিযোগে বলা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর