করোনা প্রতিরোধে ৫০০ ফ্লাইট বাতিল করেছে সাংহাই

চীনের সাংহাইয়ে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে বাতিল করা হয়েছে পাঁচ শতাধিক ফ্লাইট। সাংহাইয়ের পুডং ইন্টারন্যাশনাল বিমানবন্দরে স্থানীয় সময় আজকেই (মঙ্গলবার) বাতিল করা হয়েছে এই ফ্লাইটগুলো।

শহরটিতে আবারও বেশ কয়েকজনের দেহে করোনা সংক্রমিত্র হওয়ায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের বিমানবন্দরের হাজার হাজার কর্মীকে একদিনেই করোনা টেস্ট করিয়েছে। তাদের ধারণা ছিল কার্গো বিমানের কর্মীদের মাধ্যমেই ভাইরাসটি আবার ছড়িয়েছে।

সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, সোমবার সকালে বিমানবন্দরের ১৭ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়।

গত বছর ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘটে। ভ্রমণ নিষেধাজ্ঞা, লকডাউন এবং প্রচুর পরীক্ষার মাধ্যমে চীন করোনা নিয়ন্ত্রণে সক্ষম হলেও সম্প্রতি দেশটির কয়েকটি শহরে আবার সংক্রমণ দেখা দিয়েছে। সূত্র-বাসস।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর