অনলাইনে মোবাইল কিনলে ডেলিভারি হয় কাঠের টুকরা!

অনলাইনে মোবাইল ফোন অর্ডার করে ডেলিভারিতে বাক্সের ভেতর কাঠের টুকরো পেয়ে অভিযোগ করেন এক ব্যক্তি। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে আবুল কালাম (৪১) নামে এক প্রতারককে আটক করেছে র‍্যাব-৪।

আজ (মঙ্গলবার) র‍্যাব-৪ সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, আটককৃত আবুল কালাম ভিন্ন নামে ফেসবুকে একটি ভুয়া আইডি চালাতেন। সেই আইডি থেকেই দেশের জনপ্রিয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে স্যামসাং কোর এ-২ মডেলের মোবাইল বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করার বিজ্ঞাপন দেন।

তার লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এক ব্যক্তি অর্ডার করেন ৮০টি মোবাইল। কিন্তু ডেলিভারির পেয়ে বাক্স খোলে সেখানে মোবাইলের বদলে কাঠের টুকরো পান তিনি।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, প্রতারক আবুল কালামের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে। যার প্রস্তুতি চলছে। এই প্রতারক দীর্ঘদিন অনলাইনে প্রতারণ করে অনেকের কাছে থেকেই টাকা হাতিয়ে নিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর