বিল গেটসকে টপকে গেলেন ইলন মাস্ক

বেশ কিছদিন ধরেই বিশ্বের শীর্ষ ধনিদের তালিকায় আছেন অ্যামাজনের মালিক জেফ বেজোস। দ্বিতীয় স্থান ধরে রেখেছিলেন মাইক্রোসফটের অন্যতম কর্ণধার বিল গেটস। এত বিল গেটসকে পিছনে ফেলে তার স্থান দখলে নিলেন টেসলার প্রধান ইলন মাস্ক।

দ্য গার্ডিয়ান জানায়, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে পেছনে ফেলে বেশ আগেই তৃতীয় ধনী হিসাবে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন ইলন মাস্ক। চলতি বছর তৃতীয় হওয়ার পরে এবার বিল গেটসকের ঘাড়েও পা রেখে সামনে চলে আসলেন।

জানা যায়, তার বর্তমান সম্পদের পরিমাণ ১২ হাজার ৭৯০ কোটি ডলার। চলতি বছরই তার ১০ হাজার কোটি ডলার সম্পদ বৃদ্ধি পেয়েছে।
যার ফলে ১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রাখা বিল গেটসকে পিছনে ফেলতে পেরেছেন।

অবাক করা বিষয় হল, জানুয়ারিতে মাস্ক ছিলেন ৩৫তম স্থানে। সেখান থেকে গত সেপ্টেম্বরে প্রথম পাঁচে শুধু নয়, ফেসবুক প্রধানকেও পেছনে ফেলেন তিনি। নভেম্বরে এসে টপকালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতাকেও।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর