শরীয়তপুরে শুধু গাড়ি নয় রেল সংযোগও স্থাপন করা হবে: উপমন্ত্রী শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, শরীয়তপুরে শুধু গাড়ি নয় রেল সংযোগও স্থাপন করবো। চাঁদপুর এবং শরীয়তপুর নদী ভাঙন এলাকার মধ্যে অনেক ঝুঁকিপূর্ণ এলাকা। ইতোমধ্যে বাংলাদেশের সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করেছি। সবগুলোতেই স্থায়ী প্রকল্প প্রণয়ন করা হয়েছে। ৪শ’ ২০ কোটি টাকার প্রকল্প আমরা প্রণয়ন করেছি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ইব্রাহিমপুরে ১ হাজার ২৫৭ কোটি টাকা ব্যায়ে আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন উপলক্ষে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, সারাদেশে ডেল্টা প্লান বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। আমরা মেঘনা টানেল করতে চাই। এ সরকারের শেষ দিকে হলেও টানেল অথবা সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করতে চাই। সবকিছু বাস্তবতার আলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোন পয়েন্টে টানেল বা সেতু হবে তা টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে। বাংলাদেশের প্রায় ১৬ হাজার ৭শ কিলোমিটার বাঁধ রয়েছে। তার মধ্যে ৫ হাজার ৭শ ৫৭ কিলোমিটার উপকূলীয় অঞ্চলের বাঁধ। আড়াই হাজার কিলোমিটার সাধারণ বাঁধ।

এর আগে মন্ত্রী শরীয়তপুর নরসিংহপুর ফেরী ঘাটে উপস্থিত হয়ে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাট এলাকার সংযোগ সড়ক পরিদর্শন করেন।

সভায় চরসেনসাস ইউনিয়নের চেয়ারম্যান জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, শরীয়তপুর পুলিশ সুপার মোঃ এস এম আশরাফুজ্জামান, শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূইয়া রেদওয়ানুর রহমান, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসিফ, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকনসহ প্রমুখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর