যশোরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে সভা

যশোরের খোলাডাঙ্গা ব্র্যাক লানিং সেন্টারের হলরুমে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে যশোরে কমিউনিটি মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক প্রশান্ত কুমার দে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক খন্দকার জাকির হোসেন।

ব্র্যাকের সিনিয়র ডিএম আশরাফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক জেলা আজাদ রহমান, প্রতিদিনের কথার বার্তা সম্পাদক এইচ আর তুহিন, প্রভাবফেরীর বার্তা সম্পাদক বিএম ফারুক, ঝুমঝুমপুর পল্লী সমাজের প্রধান নুরজাহান মুন্নি। অনুষ্ঠানে কুইজ বিজয়ী ১২ জনকে পুরস্কৃত করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর