নওগাঁয় শিশু বিরুদ্ধে সহিংসতাবন্ধে কর্মশালা

ফারমান আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শিশু বিরুদ্ধে সহিংসতাবন্ধে করনীয় বিষয়ক উদ্বুদ্ধকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী শহরের হোটেল আয়োজনে ‘গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক জ্ঞান চর্চা কেন্দ্র সেন্টার ফর কমিউনিকেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি বাংলাদেশ)’ এর আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এসময় নওগাঁ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও মাছারাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, রাজশাহী বিশ্ব বিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ, রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন, সমন্বয়কারী শামসুননাহার সুইটি প্রমূখ বক্তব্য রাখেন। কর্মশালায় পুলিশ, সাংবাদিক, শিক্ষক, মানবাধিকার কর্মীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর