ঝিনাইদহে শহীদ জিয়ার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়।এ উপলক্ষ্যে ঝিনাইদহ শহরের কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম মশিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংঠনিক সম্পাদক এড এম এ মজিদ, বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, সাজেদুর রহমান পাপপু, আহসান হাবিব রণক ও আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগন বলেন, শহীদ জিয়া বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা হিসেবে বিশ্বে পরিচিত। তার সততা ও সুশাসনে বাংলাদেশ প্রাণ ফিরে পেয়েছিল। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফেজ মাহাথীর লিপইয়ার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর