মহাখালীর সাততলা বস্তির আগুনে দগ্ধ কিশোর

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনায় মো. রকিব (১৫) নামে এক কিশোর দগ্ধ হয়েছে। সোমবার রাতে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগুনে ওই কিশোরের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ রাকিব কিশোরগঞ্জের হোসেনপুর থানা এলাকার মাতকলা গ্রামের ইউনুস আলীর ছেলে। তার পরিবার গ্রামের বাড়িতে থাকলেও সে সাততলা বস্তিতে এক আত্মিয়র বাসায় থেকে ট্রাকের লেবার হিসেবে কাজ করতো।

রাকিব জানায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সে। এর কিছুক্ষণ পরই ঘুমন্ত অবস্থায় শরীরের আগুনের তাপ অনুভব করে। এরপর তাকিয়ে দেখে চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে সে ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। তবে তার আগেই হাত, পা, বুক দগ্ধ হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পে পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ রাকিবের হাত, পা ও বুকসহ শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর