সাততলা বস্তিতে অগ্নিকান্ডে বসত ঘর ও দোকান পুড়ে ছাঁই

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে। এরপর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

আগুনে হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তবে অর্ধশতের বেশি দোকান ও ঘর পুড়ে গেছে।

আগুনের কারণ জানতে একটি তদন্ত কমিটি করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, বস্তির ঘরগুলো সাধারণত কাঠের তৈরি। এছাড়া বেআইনি বৈদ্যুতিক লাইন অথবা গ্যাস ব্যবহার করা হয়। এসব থেকেই সচরাচর আগুনের সূত্রপাত ঘটতে দেখা যায়। তবে সাত তলা বস্তিতে আগুনের কারণ তদন্ত শেষে বলা যাবে।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, আগুনে ৪০-৫০টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। কোনো প্রাণহানির খবরও পাওয়া যয়িনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনা তদন্তে মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করা হবে।
সাততলা বস্তি এলাকায় বেশ কিছু পাকা বাড়ি এবং একটি বাজারও রয়েছে। বাজারের বেশিরভাগ দোকানই পুড়ে গেছে।

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর