ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির বিচার শুরু

আদালতের একজন বিচারককে লোভনীয় প্রস্তাব দিয়ে একটি অপরাধ ঢাকার চেষ্টা করার অপরাধে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিচার শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার তার বিচারকাজ শুরু হয়।

এ বিষয়ে আইনজীবীরা জানান, ২০০৭ সালে নির্বাচনী প্রচারণার সময় ‘লরিয়েল’ গ্রূপের উৎকোচ গ্রহণের তদন্ত সম্পর্কিত তথ্য জানার অনুকূলে, তিনি জাজ, আলবার্ট আজিবার্টকে মোনাকোকে লোভনীয় একটি চাকুরীর প্রস্তাব দিয়েছিলেনI

উল্লেখ্য, সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল অব্দি, ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেনI তিনি রক্ষণশীলদের মধ্যে এখনো জনপ্রিয় এবং তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র-ভয়েজ অব আমেরিকা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর