শিবালয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও ফিটনেসবিহীন পরিবহনে জরিমানা

এম আজাদ হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধি: অনিয়মের অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন সেক্টরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।অভিযানে বরংগাইল এলাকায় পচা মিষ্টি বিক্রির দায়ে দোকান মালিককে ৫ হাজার এবং অধিক মূল্যে গরুর মাংস বিক্রির দায়ে একই এলাকার এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং করার দায়ে দুইটি সিএনজি মালিককে এক হাজার টাকা এবং ফিটনেসবিহীন বাস চালানোর দায়ে দুই মালিককে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, নানা অনিয়মের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা করা হয়। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর