হাসিনা-মোদী সই করতে পারেন আরও ৪ চুক্তি

আগামী ডিসম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উভয়পক্ষের মাঝে চারটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হতে পার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ (সোমবার) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রন্ত্রী জানান, ভারতের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে চারটি চুক্তি সাক্ষরিত হওয়ার প্রস্তুতি চলছে। তবে সেগুলো এখনও চুড়ান্ত হয়নি। এছাড়া উদ্বোধন হতে পারে ভারতীয় ক্রেডিট লাইনের আওতাধীন বেশ কয়েকটি প্রকল্পের। আগামী ১৬ অথবা ১৭ ডিসেম্বর অনলাইনে এই বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা যায়, আগামী ২৬ মার্চ নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। করোনা পরিস্থিতির কিছুটা উন্তি হলে তিনি আসবেন। এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক ও সফর সামনে রেখে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি যাচ্ছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর