নাইজেরিয়ায় মসজিদে হামলা: নিহত ৫, অপহৃত ৪০

নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমে অবস্থিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ জামফারা রাজ্যের একটি মসজিদে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তখন সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন ৫ জন। তাছাড়া মসজিদের ইমামসহ অন্তত ৪০ জনকে অপহরণ করা হয়েছে।

রোববার স্থানীয় সময় রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মাদ সেহু। তবে কারা এই হামলা চালাতে পারে তা তিনি জানাতে পারেননি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গবাদিপশু চোরেরা মোটরসাইকেলে এসে মুসলমানদের জামাতে গুলি চালায়। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল সেখানে। আর এই সুযোগ নিয়ে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গবাদি পশু চোরের উৎপাত ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। প্রায়ই দল বেঁধে হামলা চালিয়ে শত শত গবাদিপশু নিয়ে যায় অস্ত্রধারীরা। ঘর-বাড়িতে হামলা চালিয়ে লুটপাটও করে তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর