মন্ত্রিত্বের মোহ আমাকে কখনও টানে না: ইলিয়াস কাঞ্চন

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, মন্ত্রিত্বের মোহ আমায় টানেনা। মন্ত্রী হওয়ার ইচ্ছা থাকলে অনেক আগেই হতে পারতাম।

গত শনিবার সাংবাদিক, সংগীত শিল্পী ও উপস্থাপক তানভীর তারেকের পরিচালনায় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সব কথা বলেণ।

তিনি বলেন, আমি একজন সফল অভিনেতা। যা এখনও প্রায় সবার কাছেই এক নামেই পরিচিত। মন্ত্রিত্বের মোহ আমায় কখনও টানে না। আমি কিন্তু এরশাদ সাহেবকে বলেছি। অনেকেই আমাকে বলেছিল। তাদেরকে আমি একটাই জবাব দিয়েছি, আমি যদি কোনো দলে যাই তাহলে তো সেটা একঘরে হয়ে গেল। আমি সবার জন্য থাকতে চাই। আমি চাই না কোনো দলের হয়ে থাকতে।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, মন্ত্রী হতে চাইলে আমার এত আন্দোলন করার কোনো দরকার ছিল না। সড়ক দুর্ঘটনায় কোনো ধর্মের, কোনো পেশার, কোনো বয়সেরই রক্ষা নেই। যে কেউ এর কবলে পড়ে নিজের মূল্যবান জীবন হারাতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর