মুন্সীগঞ্জে পোল্ট্রি ফিডের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জে পোল্ট্রি ফিডের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করে মুন্সীগঞ্জ পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতি।

মুন্সীগঞ্জ পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির আহ্বায়ক আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে বক্তরা সম্ভাবনাময় এ শিল্পকে রক্ষায় দফায় দফায় পোল্ট্রি ফিডের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানায়।

দফায় দফায় ফিডের মূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধান পূর্বক ফিড কোম্পানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মহামারী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ্য খামারীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবি রাখেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পোল্ট্রি ব্যবসায়ী মালিক সমিতির সদস্য আব্দুল মতিন, শরীফ মাদবর, সাবেক সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মেম্বার।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর