মিয়ানমার থেকে পাচারকালে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. জুবায়ের নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ২বিজিবি।

আজ সোমবার ভোরে নাফ নদীতে অবস্থিত জইল্যার দ্বীপ হতে মাদকসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের ২৭ নং ক্যাম্পের, এ/৯ ব্লকের, ২৮৮৫৭৫ নং শেল্টারের বাসিন্দা মো. রফিকের ছেলে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে দমদমিয়া বিওপির জওয়ানরা নাফ নদীতে অবস্থিত জইল্যার দ্বীপে অবস্থান নেয়। রাতেই বিজিবির চোখ ফাঁকি দিয়ে এক ব্যক্তি মিয়ানমার থেকে সাঁতার কেটে এসে জইল্যার দ্বীপে অবস্থান নেয়। পরে ভোর ৭টার দিকে বিজিবি জওয়ানরা তল্লাশী চালিয়ে একটি বস্তা ভর্তি ৬০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করে।

জব্দকৃত মাদকসহ আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্থরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর