মিয়ানমারে সদ্য নির্বাচিত এমপিকে গুলি করে হত্যা

মিয়ানমারে অতি সম্প্রতি হয়ে যাওয়া জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য হতিকে জাওকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্যরা। নিহত হতিকে জাও মিয়ানমারের আলোচিত নেত্রী অং সান সুচির সল এনএলডি থেকে কয়েকদিন আগেই নির্বাচিত হয়েছিলেন।

বার্তাসংস্থা রয়টার্সের এক খবর বলা হয়, শনিবার দেশটির শান রাজ্যে একটি দোকানের সামনে তাকে গুলি কড়ে সন্ত্রাসীরা। তবে এখন পর্যন্ত হামলাকারীকে শনাক্ত করতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

এমন হত্যাকাণ্ডের পর তার রাজনৈতিক দলের পক্ষ থেকে নিন্দা জানিয়ে মুখপাত্র মিও নায়ান্ত জানান, কায়াউকমি শহরে বাড়ির পাশে একটি দোকান পরিচালনা করতেন এ নবনির্বাচিত সংসদ সদস্য।সেই দোকানের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়।

তিনি আরও জানান, ‘এক জন গ্রাহক আসায় তিনি দোকানের বাইরে গিয়েছিলেন। ওই গ্রাহকই তাকে গুলি করে। আমরা সহিংসতার নিন্দা জানাই, বিশেষ করে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতা, যা ভবিষ্যতের জন্য খারাপ।

উলেখ্য গত ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ৫০ বছর বয়সী জাও জয়লাভ করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর