মেয়াদ উত্তীর্ন ঔষুধ রাখায় ৬ দোকানে জরিমানা, ৩টি সিলগালা

পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ন ঔষুধ মজুদ রাখা সহ নিবন্ধনহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমান আদালত ছয়টি ওষুধের দোকানে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার দুপুরে পৌর শহরের সদর রোড এলাকা সহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রের সামনের দোকান গুলিতে এ জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ওধুষের দোকান মালিকরা তাদের দোকান বন্ধ করে সটকে পড়ার অভিযোগে তিনটি দোকানে সিলগালা করে দেয়া হয়।

অর্থদন্ড প্রাপ্ত দোকান গুলো হলো ফাতেমা ফার্মেসী ২০ হাজার টাকা, রাবেয়া ফার্মেসী ১০ হাজার টাকা, তুবা মেডিকেল হল ৫ হাজার টাকা, মৃধা মেডিকেল হল ৫ হাজার টাকা, মল্লিকা মেডিকেল হল ৫ হাজার টাকা, বুসরা মেডিকেল হল ২ হাজার টাকা।

সিলগালা করা দোকান গুলো হলো হাজেরা মেডিকেল হল, মুক্তা মেডিকেল হল এবং ফারুক মেডিকেল হল।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ঔষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক ড.মো.আকিব হোসেন, পটুয়াখালী জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো.মুহিত ইসলাম। এসময় কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর