বাস চাপায় ৩ অটোরিকশা যাত্রী নিহত

বগুড়ায় বাসের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে।রোববার দুপুরে শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

নিহতরা হলেন, শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই (৬১), আল আমিন (৩০) এবং ঘাসুরিয়া গ্রামের শাহসুলতান (৯)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, একটি ব্যাটারি চালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে চান্দাকোনার দিকে যাচ্ছিল।

ধনকুন্ডি এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।আহত তিনজনের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই চালক ঢাকাগামী বাস নিয়ে পালিয়ে যায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর