ফুটবলার বাদল রায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

আশির দশকে দেসের ফুটবলের জনপ্রিয় তারকা বাদল রায় হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন তিনি।

খেলোয়ারি জীবনে মোহামেডানের হয়ে অনেক শিরোপা জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি। পাশাপাশি অবসরে গিয়ে দেশের ফুটবলের উন্নয়নে একজন কৃতি সংগঠক হিসাবেও রেখেছেন অগ্রণী ভূমিকা। পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারও।

হাসপাতালের বেডে শুয়ে এখন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই পারছেন না তিনি। চিনতে পারছেন না অনেককেই। মৃত্যুপথযাত্রী সাবেক এই তারকা ফুটবলারের পাশে থাকেন স্ত্রী মাধুরী রায় ও ছেলেমেয়েরা।

কুমিল্লার সূতাকলে তার ফুটবলের সূচনা। ১৯৭৭ সালে মোহামেডানের হয়ে ঢাকায় শুরু করেন ক্যারিয়ার। এখানেই শেষ করেন। আবাহনী, ব্রাদার্স অনেক লোভনীয় প্রস্তাব দিলেও তিনি প্রত্যাখ্যান করেছেন অবলীলায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর