‘বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে’

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে। আজ (শনিবার) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি ব্রিজের নির্মাণকাজ উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

করোনাভাইরাস সংক্রমণে সারাবিশ্ব আতঙ্কে আছে উল্লেখ করে তিনি বলেন, অনেক ধনী দেশের টাকা পয়সা কিংবা যন্ত্রপাতির অভাব নেই। কিন্তু তারাও করোনা সামাল দিতে হিমশিম খাচ্ছে। তবে বাংলাদেশ উন্নত রাষ্ট্রগুলোকেও চিকিৎসাসেবায় হার মানিয়েছে।

মন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় প্রধান হাতিয়ার হচ্ছে মাস্ক ব্যবহার। দেশে করোনা সংক্রমণ দ্বিতীয় তরঙ্গের প্রকোপ লক্ষ্য করা গেছে। সরকারি পদক্ষেপের সহযোগিতায় সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।

ওয়াজ মাহফিল, পূজা, ধর্মীয় অনুষ্ঠান, বিয়ে-শাদী সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর