কাতারে সবাই ভালো আছি, সবাই সিঙ্গেল রুমে আছে: জামাল ভূঁইয়া

করোনায় হানা দিয়েছে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে কাতারে যাওয়া বাংলাদেশ দলে। তবে কোনো ফুটবলার আক্রান্ত হয়নি, দলের ম্যানেজার আমের খান ও ফিজিওথেরাপিস্ট ফুয়াদ হাসান হাওলাদার করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়মের কারণে আপাতত হোটেলেই বন্দি বাংলাদেশ ফুটবল দল।

তবে দলের সবাই মানসিকভাবে ভালো আছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন অধিনায়ক জামাল ভূইয়া। বাংলাদেশ ফুটবল দলের দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় খেলোয়াড়দের রুমবন্দিই থাকতে হচ্ছে।

বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জামাল বলেছেন, ‘সবাই ভালো আছি। সবাই সিঙ্গেল রুমে আছে। কারণ তিনদিন আমরা রুম কোয়ারেন্টিনে থাকব। সবাই একা একা আছে। তবে মানসিকভাবে আমরা ফিট আছি। যেহেতু বাইরে যেতে পারছি না, হোটেলেই ফিটনেস নিয়ে কাজ করছি। তবে সব মিলিয়ে সবাই ভালো এবং নিরাপদ আছে। সবাই মাঠে অনুশীলন শুরুর জন্য অপেক্ষা করছে।’

আগামী ৪ ডিসেম্বর কাতারের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কাতার পৌঁছায় দল। নিয়ম অনুযায়ী সবাইকে ৩ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর