ইনজুরিতে ছিটকে গেলেন সার্জিও রামোস

ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ ও স্পেন অধিনায়ক সার্জিও রামস। রামোসের সুস্থ হতে প্রায় ১৪ দিন সময় লাগবে। ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন স্পেন কাপ্তান।

মঙ্গলবার উয়েফা নেশন্স লিগে জার্মানিকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া স্পেন। সেই ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন রামোস।

তখন বোঝা সম্ভব হচ্ছিল না তার চোট কতটা গুরুত্বর। পর্যবেক্ষণের পর চিকিৎসক জানিয়েছেন এই ধরণে চোট সারতে দুই সপ্তাহের মতো সময় লাগে। ইনজুরির কারণে শনিবার ভিয়ালিয়ার বিপক্ষ ম্যাচটা মিস করবেন রামোস।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষেও দলের ডিফেন্সের সবচেয়ে বড় অস্ত্রকে পাবে রিয়াল মাদ্রিদ। রামোসকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮ ম্যাচের ৭টাতে হেরেছে রিয়াল মাদ্রিদ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর