৫৬ ঘন্টা পরে বিদ্যুত পেল সিলেটবাসী

গত মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলেটের কুমারগাঁও এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুরো জেলার সব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ৫৬ ঘন্টা পর চালু হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

আগুন লাগার ৩২ ঘন্টা পর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা গেলেও অন্ধকারে ডুবে ছিল বেশিরভাগ এলাকা। আজ সন্ধ্যায় আগুন ক্ষতিগ্রস্থ অংশের প্রায় শতভাগ মেরামত করে চালু করে দেয়া হয় বিদ্যুৎ সংযোগ।

এ বিষয়ে, পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ১১টায় ভয়াবহ অগ্নিকান্ডে কুমারগাঁও উপকেন্দ্রের দু’টি ট্রান্সফর্মার এবং একটি তেল রিজার্ভার সম্পূর্ণ পুড়ে যায়। ওই সময় থেকে সিলেট ও সুনামগঞ্জের বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর